News71.com
 Bangladesh
 19 Feb 16, 07:01 AM
 915           
 0
 19 Feb 16, 07:01 AM

ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্য গ্রেফতার ।।

ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্য গ্রেফতার ।।

নিউজ ডেস্ক : রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেসবুকের মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর)। গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুর রহমান তুহিন, তানভীর আহমেদ চৌধুরী ও মো. সাইফুল ইসলাম খান।

এ সময় তাদের হেফাজত থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ পরিচালনার কাজে ব্যবহৃত কয়েকটি মোবাইল সেট উদ্ধার করা হয়। সঙ্গে তাদের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোও জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ প্রতিরোধ টিম বেশ কয়েকদিন ধরে অনুসন্ধান করে এই চক্রের সন্ধান পায়। পরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন