News71.com
 Bangladesh
 27 Feb 16, 10:23 AM
 890           
 0
 27 Feb 16, 10:23 AM

আজ থেকে বরিশালে শুরু হয়েছে ৪ দিনব্যাপি জীবনানন্দ মেলা ।।

আজ থেকে বরিশালে শুরু হয়েছে ৪ দিনব্যাপি জীবনানন্দ মেলা ।।

 নিউজ ডেস্ক : বাংলা সাহিত্য সম্ভারের এক অনন্য কবিতা "বনলতা সেন" কবিতার কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মবার্ষিকী আজ । কবির জন্মদিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ থেকে কবির জন্মস্হান বরিশালে চার দিনব্যাপী জীবনানন্দ উৎসব শুরু হয়েছে। আজ শনিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে জীবনানন্দ উৎসবের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস।

 জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী হোসনে আরা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এসএম ইকবাল, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।

 এবারের চার দিনব্যাপী জীবনানন্দ উৎসবে আয়োজনের মধ্যে রয়েছে- জীবনানন্দ দাশের কাব্য দেশপ্রেম ও প্রকৃতি ভাবনা নিয়ে প্রবন্ধ পাঠ, কবির কাব্য ভিত্তিক বক্তৃতা, কবিতা ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবি আলাপন, জীবনানন্দ পদক প্রদান, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।

 জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নয়টি স্টল দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন