News71.com
 Bangladesh
 17 Jan 16, 03:38 AM
 1152           
 0
 17 Jan 16, 03:38 AM

মাঠ পর্যায়ে জামাত-বিএনপি আতাত সুস্পষ্ট ।। আগামী ইউ পি নির্বাচনে প্রভাব পড়বে

মাঠ পর্যায়ে জামাত-বিএনপি আতাত সুস্পষ্ট ।। আগামী ইউ পি নির্বাচনে প্রভাব পড়বে

সোহাগ সরকার :বি এন পি জামাত আতাত অটুট রয়েছে। উপরে যে দল যাই বলুকনা কেন ভিতরে ভিতরে তাদের সম্পর্ক ঠিক আগের মতই। দৃশ্যত বি এন পি এর কোন সমাবেশে জামাতকে না দেখা গেলেও সম্পর্ক ঠিক আগের মতই রয়েছে তাদের গাঁটবন্ধন । গত ডিসেম্বরে পৌরসভা নির্বাচনে এর সুস্পষ্ট প্রমান মিলেছে। তাদের গৃহিত কৌশলে দল দুটি এতে যথেষ্ট সফলতাও পেয়েছে। শত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জামাত জিতে নিয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভারত- বাংলাদেশ সীমান্ত জেলার পৌরসভা। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ ধারা অব্যাহত থাকবে বলে সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বরে অনুষ্টিত পৌরসভা নির্বাচনে বিএনপি - জামাত আঁতাতের মাধ্যমে দেশের সীমান্তবর্তী তিনটি গুরুত্বপূর্ণ জেলা সদরের মেয়র পদ সুকৌশলে ছিনিয়ে নিয়েছে জামাত। পৌরসভা গুলো হচ্ছে। চাঁপাই নবাবগঞ্জ সদর, সাতক্ষীরা সদর ও দিনাজপুর। শত প্রতিবন্ধকতা ও প্রশাসনের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সকলের চোখে ধূলো দিয়ে দেশের গুরুত্বপূর্ণ পৌরসভা গুলোর দখল নিয়েছে জামাত।

১৫ টি ওয়ার্ড নিয়ে গঠিত চাঁপাই নবাবগঞ্জ সদর পৌরসভার ফলাফল পর্যালোচনায় দেখা যায় ,মেয়র পদে জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম স্মমানজনক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। অথচ ১৫ টি ওয়ার্ড এর কাউন্সিলর পদে একটিতেও জয়লাভ করেনি জামাত।

ওয়ার্ড গুলোর মধ্যে বেশীরভাগের দখলই নিয়েছে বি এন পি এখানে জামাত কোন আসন পাইনি। ফলাফলে এটা সুস্পষ্ট , মেয়র পদে সকল বিএনপি এর ভোটাররা জামতকে ভোট দিয়েছে এবং বিনিময়ে কাউন্সিলর পদে সকল জামাত ভোটাররা বি এন পি কে ভোট দিয়েছে। যদিও মেয়র পদে বি এন পি এর প্রার্থী অধ্যাপক আতাউর রহমান সহ ১৫ টি ওয়ার্ড এ জামাতের দেওয়া কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের মাঠে ছিল । যেটা ছিল সম্পূর্ণ লোক দেখানো বা আই ওয়াশ। চাঁপাই নবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফলফলের একই চিত্র দেখা গেছে সাতক্ষীরা সদর পৌরসভা নির্বাচনেও। এখানে বি এন পি সমর্থিত প্রভাবশালী প্রার্থী মিঠু খান মাঠে থাকলেও মেয়র পদে জাতীয় পর্টির সাথে লড়াই করে জয়লাভ করেছে জামায়েতের আস্থাভাজন বিএনপি প্রাথী তাছকিন আহমেদ চিশতি। দিনাজপুর পৌরসভা নির্বাচনের ফলফলও একই ধারার।

যদিও সম্প্রতি কেন্দ্রীয় ভাবে বি এন পি জামতকে ঝেড়ে ফেলে দিয়ে লোক দেখানো ভাবে বিকল্প ধারা নিয়ে জনসাধরণের সামনে আসার চেষ্টা করছে। ও বিদেশীদের কাছে নিজেদের সেক্যুলার বলে তুলে ধরতে চাইছে। কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত বি এন পি এর কোন কর্মসূচিতে জামাতের নেতাকর্মীদের সচারচর দেখাও যাচ্ছে না । কিন্ত বাস্তবতার নিরিখে দেখা যাচ্ছে প্রকাশ্যে দু'দলের নেতারা কাছাকাছি না আসলেও মাঠ পর্যায়ে তাদের সম্পর্কের ভিত অটুট রয়েছে। গত পৌরসভা নির্বাচনের ফলাফল এরই সুস্পষ্ট প্রমাণ বহন করে। বিএনপির ভোটের উপর ভর করেই জামাত দখল করে নিয়েছে দেশের গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী তিনটি জেলা সদরের পৌরসভা। পক্ষান্তরে জামাতের উপর ভর করেও বিএনপিও অনেক পৌরসভায় সফলতা পেয়েছে।

ফলাফলে উজ্জীবিত দুটি দলই। তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ধারা বজায় রাখার চেষ্টা চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতা চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদল গোলাম আকবর খন্দকার বলেই দিয়েছেন “ইউনিয়ন পরিষদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপি কেন্দ্র থেকে কোন সিদ্ধান্ত চাপিয়ে দিবে না। তৃনমূল যে সিদ্ধান্ত নিবে কেন্দ তা বাস্তবায়ন করবে।” বিএনপি নেতার এই বক্তব্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠ পর্যায়ে জামাত-বিএনপি আতাত সুস্পষ্ট।

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন