News71.com
 Bangladesh
 18 Jan 16, 07:04 AM
 1280           
 0
 18 Jan 16, 07:04 AM

মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়সসীমা বাড়ছে না

মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়সসীমা বাড়ছে না

নিউজ ডেস্ক : সরকারি চাকুরিতে নিয়োজিত মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের চাকুরির বয়সসীমা বাড়ছেনা।মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের চাকুরিকালিন কাজের বয়সসীমা বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করলে তার অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।


মন্ত্রিপরিষদ সচিব বলেন বর্তমান সরকারই ইতিপুর্বে মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারিদের চাকুরিকালীন বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। তাই সার্বিক বিবেচনায় আবারও বয়স বাড়ানোর বিষয়টি আর মন্ত্রিসভায় বিবেচিত হয়নি।

উল্লেখ্য সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ বছর করা বিষয়ক একটি প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপনের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশানুযায়ী মন্ত্রিসভায় প্রস্তাবটি উত্থাপন করা হলে তাতে অনুমোদন দেয়া মেলেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন