News71.com
 Bangladesh
 07 Apr 16, 07:30 AM
 493           
 0
 07 Apr 16, 07:30 AM

সুনামগঞ্জে আঞ্জু হত্যা মামলায় নয় বছর পর ৫ জনের মৃত্যুদণ্ড ।।

সুনামগঞ্জে আঞ্জু হত্যা মামলায় নয় বছর পর ৫ জনের মৃত্যুদণ্ড ।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর আঞ্জু মিয়া হত্যার নয় বছর পর পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বেলা ৪টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের আব্দুর রহিম (৩০), মন্তাজ আলীর ছেলে মহরম আলী (৪৮), মৃত আজিম উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (৩৫), জুলহাস মিয়া (৩২) ও এমরান মিয়া (২৮)। এদের মধ্যে শেষের তিনজন পলাতক রয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও ৫ আসামিকে খালাস দিয়েছে আদালত ।

২০০৬ সালের ১৫ই নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আঞ্জু মিয়া নিজ গ্রামের আব্দুস সালামের বাড়িতে বসেছিলেন। এ সময় শত্রুতার জের ধরে আসামিরা রামদা, সেল, বুজাং নিয়ে হামলা চালিয়ে আঞ্জুকে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন