News71.com
 Bangladesh
 08 Apr 16, 01:14 AM
 546           
 0
 08 Apr 16, 01:14 AM

১২ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে নেমেছে পরিবহন শ্রমিকরা ।।

১২ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে নেমেছে পরিবহন শ্রমিকরা ।।

নিউজ ডেস্কঃ বেতন নির্ধারণ ও  নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছে পরিবহন শ্রমিকরা।  আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান ।

পরিবহন শ্রমিকদের বক্তব্য অনুযায়ী ১জন বাস চালক টানা ২৪ ঘণ্টা গাড়ি চালায়। সে অনুযায়ী তাকে বেতন দেওয়া হয়। এছাড়া ইচ্ছা করলেই মালিক বা কর্তৃপক্ষ চালককে বাদ দিয়ে দেন। এতে আর্থিকভাবে চালকরা মানবেতন জীবনযাপন করে। একই অবস্থা অন্য স্টাফদেরও। তাই তারা ১২ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী বলে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নামে ১টি চক্র টার্মিনালগুলোতে ব্যাপক চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান লাইসেন্স নবায়নে রিটেস্ট পদ্ধতি বাতিল, চালকদের প্রশিক্ষণ, মহাসড়কে ওভার লোডিং এর নামে রশিদহীন চাঁদাবাজি বন্ধ, বিকল্প টার্মিনাল না হওয়া পর্যন্ত ট্রাকস্ট্যাণ্ড উচ্ছেদ না করার দাবিও জানান তিনি ।

মানববন্ধনে আয়োজক সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. মোশারফ হোসেন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মো. হানিফ খোকন, আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন