News71.com
 Bangladesh
 10 Apr 16, 04:12 AM
 572           
 0
 10 Apr 16, 04:12 AM

সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষ করে বেকার যুবকদের ভাগ্য বদলে গেছে ।।

সিরাজগঞ্জে খাঁচায় মাছ চাষ করে বেকার যুবকদের ভাগ্য বদলে গেছে ।।

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে এবারই প্রথম খাঁচায় মাছ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এলাকার বেকার যুবকরা। প্রতি খাঁচায় লাভ করছেন প্রায় ৫০ হাজার টাকা। এমন সফলতা দেখে স্থানীয় অনেক শিক্ষিত যুবক এগিয়ে এসেছেন এ পদ্ধতিতে মাছ চাষে। আর এ কাজে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় মৎস‌্য বিভাগ ।

চাকরির পিছনে না ছুটে এক বছর আগে স্থানীয় মৎস্য বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে ১৪টি খাঁচায় মাছ চাষ শুরু করে তারা। বর্তমানে ৪৭টি খাঁচা রয়েছে তাদের। প্রথম দফায় প্রতিটি খাঁচায় খরচ বাদে ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তারা ।

যুবকরা বলেন, এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক হওয়ায় খাঁচার সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে আগ্রহীর সংখ্যাও। আর এ কাজে নানাভাবে সহযোগিতা করছে স্থানীয় মৎস্য বিভাগ ।

সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আমি নিজে মাঝে মাঝে পরিদর্শন করি এবং কোনো সমস্যা হলে পরামর্শ প্রদান করি । খাঁচায় মাছ ছাড়ার ৪ মাস পর তা বিক্রির উপযোগী হয়। এ পদ্ধতিতে রায়গঞ্জ উপজেলায় ১২০ জন যুবক তেলাপিয়া মাছের চাষ করছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন