News71.com
 Bangladesh
 10 Apr 16, 11:02 AM
 524           
 0
 10 Apr 16, 11:02 AM

বাংলাদেশের রেলের উন্নয়নে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি )....

বাংলাদেশের রেলের উন্নয়নে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি )....

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রেল ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপত্তা বাড়াতে ৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে আজ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়েছে । চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি চুক্তিতে স্বাক্ষর করেন ।

দেশের রেলওয়ে সেক্টরের উন্নয়নে ২০০৬ সালে হওয়া ৪৩ কোটি ডলারের চুক্তির আওতায় আজ চতুর্থ ধাপে এই চুক্তিটি স্বাক্ষরিত করা হয় । এই চুক্তির আওতায় টঙ্গি-ভৈরব বাজার ৬৪ কিলোমিটার ডাবল লাইন করতে সহায়তা করা হবে। সেইসাথে পুনর্বাসন ইয়ার্ড ও দর্শনা-ঈশ্বরদী-সিরাজগঞ্জ বাজার সেকশনের ১১টি স্টেশনের লুপ সম্প্রসারণ করা হবে। এছাড়া দর্শনা-ঈশ্বরদী সেকসনের ৭৮ কিলোমিটার সিগনাল ব্যবস্থার উন্নয়ন করা হবে ।

এর আগে এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ১৩ কোটি ডলার, দ্বিতীয় ধাপে ১৫ কোটি এবং তৃতীয় ধাপে ১০ কোটি ডলার দিয়েছে এডিবি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন