News71.com
 Bangladesh
 12 Apr 16, 12:56 PM
 545           
 0
 12 Apr 16, 12:56 PM

আবহাওয়া অধিদপ্তর দিয়েছে স্বস্তির নিঃশ্বাস, বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে ।।

আবহাওয়া অধিদপ্তর দিয়েছে স্বস্তির নিঃশ্বাস, বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে ।।

নিউজ ডেস্কঃ চৈত্রের তীব্র তাপদাহে ওষ্ঠাগত মানুষের প্রাণ। অতিষ্ঠ হয়ে উঠেছে নগরজীবন। স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শুরুতেই বৃষ্টি হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকা, রংপুর, রাজশাহী বিভাগে চলছে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ। পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে অধিদপ্তর বলেছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু হয় শুক্রবার থেকে। পরবর্তী ৪৮ ঘণ্টায়ও এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ও রংপুর বিভাগ এবং রাজশাহী, বগুড়া, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুকনো থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন