News71.com
 Bangladesh
 11 May 18, 02:38 AM
 1480           
 0
 11 May 18, 02:38 AM

বরিশালে পুলিশের দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন আইজিপি

বরিশালে পুলিশের দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন আইজিপি

নিউজ ডেস্কঃ বরিশাল সফরের দ্বিতীয় ও শেষ দিনে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ শুক্রবার সকাল সোয়া ১০টায় বরিশাল জেলা পুলিশ লাইনসে ১২তলা বিশিষ্ট ব্যারাক এবং ৬ তলা বিশিষ্ট অস্ত্রাগার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। সুইচ টিপে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচনের পর সেখানে মোনাজাত করেন আইজিপি। এ সময় রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম,মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান,র্যা ব-৮’র কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম এবং খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিমসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে পুলিশ লাইনস মাঠে পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী। রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। এই বিশেষ কল্যাণ সভায় পুলিশের কর্মকর্তারা বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের আগামী দিনে পথচলার দিক নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক। এছাড়াও বিকেলে পুলিশ লাইনস মাঠে পুলিশের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন আইজিপি। সন্ধ্যায় নৌ পথে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করার কথা তার। আইজিপি’র দুই দিনব্যাপী সফর উপলক্ষে বরিশাল নগরী নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন