News71.com
 Bangladesh
 28 May 18, 04:33 PM
 1618           
 0
 28 May 18, 04:33 PM

ভোলায় আশ্রয়ন প্রকল্পের ১১০টি বসতঘর বুঝে নিয়েছে উপজেলা প্রশাসন

ভোলায় আশ্রয়ন প্রকল্পের ১১০টি বসতঘর বুঝে নিয়েছে উপজেলা প্রশাসন

নিউজ ডেস্কঃ ভোলা সদর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ১১০টি বসতঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ প্রকল্পটিতে বাংলাদেশ নৌ-বাহিনীর তত্বাবধানে নির্মিত ২২টি ব্যারাকে মোট ৫টি করে ঘর রয়েছে। আজ সোমবার সকালে রাজাপুর ইউনিয়নের দাইয়া গ্রামে প্রায় ৭ একর জমির ওপর স্থাপিত প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সকলের জন্য বাসস্থান কর্মসূচির আওতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পে যেসব ভূমিহীন পরিবার থাকবে তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে তা যাছাই-বাছাই চলছে। পরে সরকারি নীতিমালা অনুযায়ী আশ্রয়হীন পরিবারগুলোকে এখানে আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন,এই প্রকল্পের পাশেই আরো একটি আশ্রয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। সেখানে আরো ১৫০ পরিবারের জন্য ঘর নির্মাণ করা হবে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই এর নির্মাণ কার্যক্রম শুরু করা হবে। সকল আশ্রয়হীনদের জন্য সরকারিভাবে বসতঘর করে দিতে স্থানীয় প্রশাসন সচেষ্ট রয়েছে। অনুষ্ঠানে নৌ বাহিনীর এয়ার কমোডোর সাব্বির আহমেদ,সহকারী কমিশনার (ভুমি) রুহুল আমিন,রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর হেমান খা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন