News71.com
 Bangladesh
 03 Jun 18, 06:04 PM
 1161           
 0
 03 Jun 18, 06:04 PM

টাঙ্গাইলে শ্রীশ্রী লোকনাথ বাবার ১২৮তম তিরোধান উৎসব পালিত

টাঙ্গাইলে শ্রীশ্রী লোকনাথ বাবার ১২৮তম তিরোধান উৎসব পালিত


নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে আজ রবিবার ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৮তম তিরোধান উৎসব উদযাপিত হয়েছে। শহরের কালীপুর শ্রীশ্রী লোকনাথ আশ্রম ও মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত। এসব কর্মসূচীর মধ্যে ছিল পূজা অর্চনা, বাল্যভোগ, রাজভোগ, মহাপ্রসাদ বিতরণ,আলোচনা সভা ও ভক্তিমূলক গানের অনুষ্ঠানসহ আরো নানা আয়োজন। সকালে পূজা অর্চনা ও অঞ্জলী প্রদানের মাধ্যমে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের সূচনা করা হয়। এ সময় বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতে উৎসব প্রাঙ্গণ সনাতন ধর্মাবলম্বী মিলন মেলায় পরিণত হয়। অলৌকিক ঘটনার মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সাধারণ আত্মপ্রকাশ করনে। ১৮৯০ খ্রস্টিাব্দরে (১২৯৭ বঙ্গাব্দ) ১৯ জৈষ্ঠ্য ১৬০ বছরের মানবদহ ত্যাগ করার আগে বাবা লোকনাথ সবাইকে বলে যান,আমি নেই এ কথা কখনো মনে করবে না – আমি ছিলাম,আমি আছি,আমি থাকবো। দেহ ত্যাগের আগে মানব জাতির উদ্দেশ্যে রেখে যান তার অলৌকিক বাণী “রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পরিবে আমাকে স্মরণ করিও,আমি রক্ষা করিব” যা আজও সনাতন ধর্মাবলম্বীদের চলার পাথেয় হয়ে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন