News71.com
 Bangladesh
 05 Jun 18, 08:18 AM
 221           
 0
 05 Jun 18, 08:18 AM

আজ থেকে বিআরটিসি'র অগ্রিম টিকিট বিক্রি শুরু।।

আজ থেকে বিআরটিসি'র অগ্রিম টিকিট বিক্রি শুরু।।

নিউজ ডেস্কঃ আসন্ন রোজার ঈদে ঘরমুখো যাত্রীদের সেবা নিশ্চিত করতে এ বছর বিআরটিসি ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ ব্যবস্থা করেছে। আগামী ১৩ জুন থেকে এ ঈদ স্পেশাল সার্ভিস শুরু হবে। আর আজ মঙ্গলবার সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। আসন্ন ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে। স্পেশাল সার্ভিসে এবার থাকছে ৯০৪টি বাস। আর জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।

রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর,গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ থেকে বিভিন্ন রুটের (ঢাকা থেকে) আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে,মতিঝিল ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-নাগরপুর, দাউদকান্দি, বাজিতপুর, খুলনা, দিনাজপুর, নেত্রকোনা রুট; কল্যাণপুর ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্দা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, নাগরপুর, গোবিন্দগঞ্জ, রানীসংকর, ঠাকুরগাঁও, দিনাজপুর রুট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন