News71.com
 Bangladesh
 06 Jun 18, 09:48 AM
 488           
 0
 06 Jun 18, 09:48 AM

আগামীকাল কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর শীর্ষ নেতাদের আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।এসময় এই বৈঠকে রোহিঙ্গা সমস্যার দ্রুত ও টেকসই সমাধান, মিয়ানমারে তাদের প্রত্যাবাসন এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে কানাডা থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব পাবে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানান। তিনি আরও বলেন, জি-৭ জোটের সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী জি-৭ জোটের নেতাদের আউটরিচে অংশ নেবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জন রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর জি-৭ নেতাদের আউটরিচে নেতারা বিশ্বের সাগর ও মহাসাগরগুলোকে ক্রমবর্ধমান দূষণের হাত থেকে রক্ষা এবং সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় জলবায়ু সহিষ্ণুতা শক্তিশালীকরণে সমন্বিত অভিযোজন পরিকল্পনা, দুর্যোগ মোকাবিলায় জরুরি প্রস্তুতি এবং পুনর্বাসনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক উদ্যোগ ও পরিকল্পনার বিষয়টি তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কানাডা যাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী জানান, দুটি অগ্রাধিকারকে সামনে রেখে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিঠির বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। যে জনগোষ্ঠীকে আমরা আশ্রয় দিয়েছি আমরা চাই তারা সসম্মানে, স্বেচ্ছায় ও নিরাপত্তার সঙ্গে চলে যাবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হবে। একইসঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থও সংরক্ষণ করতে হবে। এ দুটিকে সামনে রেখেই বাংলাদেশ কাজ করছে।

উল্লেখ্য, রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে মিয়ানমারের ওপর বিচারিক এখতিয়ার আছে কিনা এ বিষয়ে জানতে চেয়ে গত মাসে বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে আইসিসি। আগামী ১১ জুনের মধ্যে ওই চিঠির জবাব দেওয়ার কথা। তিস্তার পানিবন্টন চুক্তি ইস্যু: এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান এক্ষেত্রে কোনো অগ্রগতির তথ্য নেই। আমার কোনো মন্তব্য নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন