News71.com
 Bangladesh
 06 Jun 18, 09:48 AM
 344           
 0
 06 Jun 18, 09:48 AM

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি।।  

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি।।   

নিউজ ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১৮ বিচারপতি। এর পর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তারা। আজ বুধবার বেলা ১১টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে তারা পুস্পস্তবক অর্পণ করেন। গত ৩০ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এই ১৮ অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল মঙ্গলবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রটোকল) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতিরা ৬ জুন সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সুপ্রিম কোর্টের পতাকাবাহী নিজ নিজ সরকারি গাড়িতে করে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন ও পুষ্পস্তবক অর্পণ করবেন। ফিরতি পথে আনুমানিক বেলা সাড়ে ১১টায় তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছাবেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সুপ্রিম কোর্টে ফিরবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম সাভার জাতীয় স্মৃতিসৌধে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পুষ্পস্তবক অর্পণ করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন