News71.com
 Bangladesh
 13 Jun 18, 07:52 AM
 339           
 0
 13 Jun 18, 07:52 AM

গাজীপুরে গ্যাসলাইনে আগুন, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ।।

গাজীপুরে গ্যাসলাইনে আগুন, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ।।

নিউজ ডেস্কঃ কালিয়াকৈর-নবীনগর সড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে গতকাল মঙ্গলবার ইফতারের পর হঠাৎ আগুন ধরে যায়। এতে নবীনগর থেকে টাঙ্গাইলগামী যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী,এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রায় সুবর্ণা ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালের সামনে গতকাল সকাল থেকে ভূগর্ভস্থ তিতাস গ্যাস পাইপলাইনের গ্যাস অল্প অল্প করে বের হতে থাকে। ইফতারের পর পর সেখানে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় ওয়ালটন কারখানার নিজস্ব অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর চেষ্টা করে।

এর পরও আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আশপাশের বাসিন্দা ও সড়কে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকৈর ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নেভানোর পর গত রাত ৯টার দিকে ধীরে ধীরে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন