News71.com
 Bangladesh
 13 Jun 18, 02:25 PM
 291           
 0
 13 Jun 18, 02:25 PM

খুলনায় আওয়ামী লীগের বহিষ্কারাদেশ স্থগিতের সিদ্ধান্ত।।

খুলনায় আওয়ামী লীগের বহিষ্কারাদেশ স্থগিতের সিদ্ধান্ত।।

নিউজ ডেস্কঃ খুলনায় সিটি নির্বাচনে গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের কারণে দুই ডজনের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে পাল্টা বহিষ্কারের মতো ঘটনা ঘটেছে। এতে ভাবমূর্তি ক্ষুন্ন ও অন্তর্দ্বন্দ্বে বিপাকে পড়েছে দলটি। ফলে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে সকল বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। আজ বুধবার মহানগর সভাপতি ও খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান এমপি এক বিবৃতিতে জানিয়েছেন,ঈদের পরে ওয়ার্ড পর্যায়ের এসকল সমস্যা নিরসন করা হবে। এর পূর্বে কোন ওয়ার্ড বা থানায় কোন সদস্যকে বহিষ্কার করা যাবে না।

ওই বিবৃতিতে,নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নাজমুল আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক মহাসিনুর রহমান আফরোজকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত দেয়া হয়। একই সাথে আওয়ামী লীগ নেতা শফিকুজ্জামান হাসানের বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। দলের সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য বিবৃতিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন