News71.com
 Bangladesh
 14 Jun 18, 04:25 PM
 461           
 0
 14 Jun 18, 04:25 PM

আগামী তিনদিনে বৃষ্টিপাত কমবে,থাকছে ভ্যাপসা গরম।।  

আগামী তিনদিনে বৃষ্টিপাত কমবে,থাকছে ভ্যাপসা গরম।।   

নিউজ ডেস্কঃ আগামী তিনদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। ফলে আবহাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি পাবে এবং এ কারণে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। অন্যদিকে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান,এছাড়া সমুদ্র বন্দরসমূহকে স্থানীয় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর,ঢাকা,ময়মনসিংহ এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন