News71.com
 Bangladesh
 02 Aug 18, 06:50 PM
 214           
 0
 02 Aug 18, 06:50 PM

ভারত থেকে ৩০০ দ্বিতল বাস কিনছে সরকার।।

ভারত থেকে ৩০০ দ্বিতল বাস কিনছে সরকার।।

নিউজ ডেস্কঃ ভারত থেকে ৩০০ দ্বিতল বাস কিনছে সরকার। ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লেল্যান্ড এই বাসগুলো সরবরাহ করবে। এসব বাসের দাম পড়বে ২৩৯ কোটি টাকা। ভারতীয় ঋণ থেকেই দাম পরিশোধ করবে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ভারতীয় ঋণের আওতায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসির জন্য দ্বিতল, একতলা এসি ও নন-এসি বাস সংগ্রহ প্রকল্পের ১০ শতাংশ যন্ত্রাংশ ও অন্যান্য সংশ্লিষ্ট সেবাসহ ৩০০টি দ্বিতল বাস কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

তিনি জানান,২০১৯ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের জন্য ১০ কোটি ৩৮ লাখ চার হাজার ১১০টি বই কিনবে সরকার। ৯৮টি লটে এসব বই কিনতে ব্যয় হবে প্রায় ৩৭৭ কোটি টাকা। একই শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি ভার্সনের বই, ইবতেদায়ি, দাখিল ও এসএসসি ও সমমানের ভোকেশনাল বই কেনা হবে ১৩২টি লটে। এতে ব্যয় হবে প্রায় ১৪০ কোটি টাকা। এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জন্য সাবমেরিন আন্ডারগ্রাউন্ড কেবল কেনার একটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ের এই কেবল সরবরাহ করবে এমএম করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন