News71.com
 Bangladesh
 03 Aug 18, 07:36 AM
 323           
 0
 03 Aug 18, 07:36 AM

শিক্ষার্থীরা সুপারহিরোতে পরিণত হয়েছে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

শিক্ষার্থীরা সুপারহিরোতে পরিণত হয়েছে ।। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণপরিবহনের অনিয়ম দেখিয়ে দেওয়ার মাধ্যমে আন্দোলনরত ছোট ছোট শিক্ষার্থীরা সুপারহিরোতে পরিণত হয়েছে। ছোটমনিরা সুপারহিরো তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তাদের নয় দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু এসব কথা বলেন।

এ বিষয়ে বিএনপি সরকারের পদত্যাগ দাবি মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন,এই ঘটনা একজন চালক ঘটিয়েছে। এর সাথে সরকারের কোন হাত নেই। সরকার প্রথম দিনেই এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই চালক গ্রেফতার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোন প্রশ্নই ওঠে না। যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলন সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে তারা দেশের শান্তি চায় না, অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বিএনপিসহ যারা এই বিষয়ে নাক গলানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য তথ্যমন্ত্রী বলেন,সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে সুতরাং নাক গলিয়ে লাভ হবে না।

তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,এবার থামতে হবে,ক্লাসে ফিরতে হবে,কে ননা বাকী কাজটুকু সরকার করবে। আপনারা যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান,অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা,জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন,জেলা জাসদ নেতা কারশেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন