News71.com
 Bangladesh
 04 Aug 18, 05:11 AM
 229           
 0
 04 Aug 18, 05:11 AM

আজও বাসশূন্য রাজধানী, ভোগান্তিতে সাধারণ জনগণ।।

আজও বাসশূন্য রাজধানী, ভোগান্তিতে সাধারণ জনগণ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর বিমান বন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগ এবং ঘাতক চালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আজও রাজধানীতে যাত্রীবাহী বাস চলছে না। শিক্ষার্থীদের যানবাহন ভাঙচুরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছে বাস মালিক সমিতি।আজ শনিবার দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটের চলছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন সঙ্কট দেখা গেছে। তবে কয়েকটি পয়েন্টে বিআরটিসির বাস চললেও সেগুলোতে একরকম যুদ্ধ করেই উঠতে হচ্ছে।আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।সকাল সোয়া ৯টা পর্যন্ত মিরপুর রোড, রোকেয়া সরণি, সাতমসজিদ রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ, মানিক মিয়া এভিনিউ, প্রগতি সরণি, এলিফ্যান্ট রোডে কোনো গণপরিবহন দেখা যায়নি।

এ ছাড়া দোলাইরপাড়, যাত্রাবাড়ি, গুলিস্তান, কাকরাইল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মতিঝিল ও পল্টন এলাকায় অফিস সময়ে অন্যান্য দিন যেখানে যানজট লেগে থাকে। সেখানে কোনো গণপরিবহন চোখে পড়েনি।এদিকে গণপরিবহনের সঙ্কটের সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছেন পাঠাও, উবার ও রিকশার চালকরা। ফলে শিক্ষার্থীদের আন্দোলনে ভাড়াভিত্তিক বাইকার ও রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে সাধারণ যাত্রীরা অভিযোগ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন