News71.com
 Bangladesh
 04 Aug 18, 04:25 PM
 263           
 0
 04 Aug 18, 04:25 PM

২৪ ঘণ্টার জন্য থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ।।

২৪ ঘণ্টার জন্য থ্রি-জি ও ফোর-জি ইন্টারনেট বন্ধ।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে চলমান আন্দোলনে উত্তাল গোটা দেশ। তবে এরই মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। আজ সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ নির্দেশনার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। এদিকে অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন,কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে,তবে সেটা পুরোপুরি বন্ধের মতো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন