News71.com
 Bangladesh
 06 Aug 18, 05:33 AM
 217           
 0
 06 Aug 18, 05:33 AM

সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভবনা।।বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

সারা দেশে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভবনা।।বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর বলছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা, খুলনা, বলিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিও হয়েছে সিলেট ৩৬ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন