News71.com
 Bangladesh
 07 Aug 18, 06:10 PM
 180           
 0
 07 Aug 18, 06:10 PM

শাহজালাল বিমানবন্দরে ময়ূরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার।।

শাহজালাল বিমানবন্দরে ময়ূরসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ময়ূরসহ অন্তত বিভিন্ন প্রজাতির ২০২ জো‍ড়া বিদেশি পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান,গতকাল সোমবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় অভিযান চালিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১৭০ জোড়া লাভ বার্ড, ১০ জোড়া কনুর,৫ জোড়া গ্রিন উইং প্যারাকিট পাখি উদ্ধা র করা হয়। এছাড়া ৩ জোড়া করে বেবি প্যারেট, কাকাতুয়া ও ময়ূর,২ জোড়া করে মারমুস র্যা বিট,অ্যারাউনা ও বাজ্রিগার, ১ জোড়া করে এরা অ্যারোনা ও লামুর র্যা বিটসহ ২০২ জোড়া বিদেশি পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। পাখি ও বন্যপ্রাণীগুলো বন কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন