News71.com
 Bangladesh
 15 Aug 18, 05:15 AM
 189           
 0
 15 Aug 18, 05:15 AM

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক।।

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক।।

নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সাত ঘণ্টা পর দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার এই নৌরুটে আজ ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে নৌরুটে ছয়টি কে-টাইপ ও তিনটি মিডিয়াম ফেরিতে চলছে গাড়ি ও যাত্রী পারাপার। বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট উপ-মহা ব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান,নৌরুটে নাব্যতা সংকটের কারণে গতকাল মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। তবে নাব্যতা সংকটের কারনে ধারণ ক্ষমতার চেয়ে কম যানবাহন নিয়েই ফেরিগুলো চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন