bangladesh
 16 Aug 18, 02:14 PM
 260             0

২৯ সেপ্টেম্বর রাবির ১০ম সমাবর্তন

২৯ সেপ্টেম্বর রাবির ১০ম সমাবর্তন

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এদিন বেলা আড়াইটায় রাষ্ট্রপতি ও আচার্য এ্যাডভোকেট মো. আবদুল হামিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর ১০ম সমাবর্তনের আয়োজন করেন তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাষ্ট্রপতির অনুপস্থিতির কারণে তখন স্থগিত করা হয় সমাবর্তন। এরপর ২০১৭ সালের মে মাসে দায়িত্ব নেন বর্তমান প্রশাসন। দীর্ঘ চেষ্টার পর গত ২৪ মার্চ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু সেটিও স্থগিত করা হয়েছিল।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন,অনেক আগেই রাষ্ট্রপতি ১০ম সমাবর্তনের জন্য আমাদেরকে তারিখ জানিয়েছিলেন। তিনি সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')