bangladesh
 18 Aug 18, 06:51 PM
 174             0

কারাগারে বাবাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাই-বোনের।।

কারাগারে বাবাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাই-বোনের।।


নিউজ ডেস্কঃ বাবা অহিদুর রহমান সুমন কারাগারে। তাকে দেখতে মায়ের সাথে রওনা হয় ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। দুপুর ২টায় অটোরিকশা যোগে জেলা কারাগারে যাবার পথে দুর্ঘটনা শিকার হন তারা। আর এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় নাহিদ ও নাজিবা আক্তার। আজ শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার অনন্তপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলো- কাদিরপুর গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। এ সময় নিহতদের মা নাজমা বেগম (৩২) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেনসহ (৩০) ৪ জন আহত হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, দুপুর ২টার দিকে নাজমা বেগম শিশু সন্তান নাহিদ ও নাজিবাকে সঙ্গে নিয়ে অটোরিকশা যোগে জেলা কারাগারে স্বামীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌমুহনী-মাইজদী সড়কের অন্তপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা নাহিদ ঘটনাস্থলে নিহত হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাজিবাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')