bangladesh
 20 Aug 18, 04:14 AM
 181             0

ফেনীতে গরুবাহী ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ৬।।

ফেনীতে গরুবাহী ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, শিশুসহ নিহত ৬।।


নিউজ ডেস্কঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দিয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু ও চার নারী রয়েছে। তাদের নামা-পরিচায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')