bangladesh
 14 Sep 18, 05:52 AM
 74             0

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।।অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।।অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

নিউজ ডেস্কঃ বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইল, নেত্রকোনা, নিকলি ও সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ১১৩ মিলিমিটার। আজ শুক্রবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')