bangladesh
 08 Oct 18, 03:00 PM
 77             0

সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া আরও ৭টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া আরও ৭টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮সহ সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ৭টি বিলে সম্মতি দিয়েছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাষ্ট্রপতি আজ সোমবার এ বিলগুলোতে সম্মতি প্রদান করেছেন।

সম্মতি দেয়া ডিজিটাল নিরাপত্তা বিল, ২০১৮ ছাড়া অন্য বিলগুলো হচ্ছে, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল-জামি’য়া আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল, ২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল, ২০১৮ পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল, ২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮ ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল, ২০১৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন

')