News71.com
 Bangladesh
 09 Oct 18, 04:51 AM
 1146           
 0
 09 Oct 18, 04:51 AM

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী অফিসার

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা নির্বাহী অফিসার

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ সোমবার সকালের দিকে সদরের পশু হাসপাতাল সড়কের উভয় পাশে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। সূত্রে জানা যায়,পৌরসভার গুরুত্বপূর্ণ এ সড়কটি একাধিক বার মাপামাপির পরও কোনো অদৃশ্য কারণে সংস্কার কাজটি হচ্ছিলনা। গত ৩ অক্টোবর বুধবার সকালের দিকে সদরের পশু হাসপাতাল রোডের বেহাল দশা থেকে মুক্তি ও সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন পালন শেষে দুপুর ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনকে এলাকার জনগণ ১১০ জনের স্বাক্ষর সম্বলিত স্মারক লিপি প্রদান করেন।

 

আর স্মারকলিপি প্রদানের এক সপ্তাহের মধ্যে সড়কটি সংস্কার ও প্রশস্ত করতে ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে কামাল পাড়া পশু হাসপাতাল রোডের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে এ অভিযান চালানো হয়। সকাল দশটা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলে এ অভিযান। এমন অবৈধ উচ্ছেদ অভিযানের প্রশংসা করেন স্থানীয় ব্যক্তিরা। অভিযান পরিচালনার সময় পৌরসভা ইঞ্জিনিয়ার বেলাল আহমেদ খান,কর্মকর্তা কর্মচারী ও পুলিশের একটি টিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও রুহুল আমিন জানান,আগে থেকেই সরকারি জায়গা উদ্ধারের উদ্দেশ্যে জায়গা পরিমাপ করে তারিখসহ লাল দাগ দেওয়া হয়েছিল। এ গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্ত করার জন্য সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং ভবিষ্যতেও সরকারি সম্পদ উদ্ধারে এ ধরনের অভিযান চালানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন