News71.com
 Bangladesh
 09 Oct 18, 12:10 PM
 124           
 0
 09 Oct 18, 12:10 PM

পরিবহন ধর্মঘটের জের়॥ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২০ টাকা

পরিবহন ধর্মঘটের জের়॥ডজন প্রতি ডিমের দাম বেড়েছে ২০ টাকা

নিউজ ডেস্কঃ এক লাফেই ডিমের দাম ডজনপ্রতি ২০ টাকা বেড়েছে। সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে গত রবিবার থেকে পণ্য পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের পরেই ডিমের দাম বাড়তে শুরু করেছে। ধর্মঘটের অজুহাত দেখিয়ে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের প্রথমদিন গত রবিবার ডিম সরবরাহ কম হওয়ায় দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। তবে দ্বিতীয় দিনে গতকাল সোমবার আড়তে পর্যাপ্ত সরবরাহ হওয়ায় ডিমের দাম কমতে শুরু করেছে। সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবি আদায়ে গত রবিবার থেকে পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ ধর্মঘটে বেশি প্রভাব পড়েছে ডিম পরিবহনের ক্ষেত্রে।

আজ মঙ্গলবার রাজধানীর খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ডজন লেয়ার মুরগির ডিম খুচরা দোকানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন দিন আগেও ১০০ থেকে ১০৫ টাকা ছিল। কারওয়ান বাজারে পাইকারিতে প্রতি ডজন ডিম ১১০ টাকায় বিক্রি হয়, যা তিন দিন আগে ৯০ থেকে ৯৫ টাকা ছিল। রাজধানীর সুপার শপেও তিন দিন আগে প্রতি ডজন ডিমের দাম ছিল ৯৫ টাকা। এখন তা ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। বনানীর এক ডিম বিক্রেতা জানান, পরিবহন ধর্মঘটের কারণে রবিবার সকালে এক লাফেই পাইকারিতে ১০০ ডিমের দাম ১০০ টাকা বাড়ে। বিকেলে আরও ৭০ টাকা বেড়ে যায়। এ কারণে খুচরায় একই হারে দাম বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন