News71.com
 Bangladesh
 15 Oct 18, 05:47 AM
 207           
 0
 15 Oct 18, 05:47 AM

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

নিউজ ডেস্কঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিনের ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। তবে এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও বন্দর অভ্যন্তরে পণ্য খালাস ও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার (১৯ অক্টোবর) পর্যন্ত এপথে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বেনাপোল ইমিগ্রেশন উপ-পরিচালক (এসআই) ফজলুর রহমান জানান, এ পথে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও ওই সময় পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে ভারতের বঁনগা কালিতলাসহ তিনটি পার্কিংয়ে প্রায় তিন হাজার ট্রাক আমদানি পণ্য নিয়ে এরইমধ্যে প্রবেশের অপেক্ষায় রয়েছে। আবার চারদিন টানা বন্ধের ফলে সেখানে পণ্যজট আরো বাড়বে বলে জানান ফজলুর রহমান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন