News71.com
 Bangladesh
 15 Oct 18, 07:36 AM
 219           
 0
 15 Oct 18, 07:36 AM

পুনরায় বৈঠক বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।  

পুনরায় বৈঠক বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।   

নিউজ ডেস্কঃ পুনরায় বৈঠক বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বেশ কয়েকটি অভিযোগ এনছেন তিনি। এর মধ্যে তার একটি অভিযোগ হচ্ছে, 'মতপ্রকাশের স্বাধীনতা নেই। একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি,ইভিএম ব্যবহার ও বিধিমালা সংশোধন নিয়ে আজ বেলা ১১টায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে সিইসির সভাকক্ষে এ বৈঠকটি শুরুর ৭ মিনিটের মাথায় বৈঠক বর্জন করেন তিনি।

এর আগে তিনি আরো একবার সভা ছেড়েছেন। গত ৩০ আগস্টও ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত পোষণ) দিয়ে ইসির সভা বর্জন করেছিলেন মাহবুব তালুকদার। ওই সময় জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আলোচনার সভাটি বর্জন করেছিলেন। তারপর দীর্ঘ দেড় মাসের বিরতি দিয়ে আজ ডাকা হয় ইসির কমিশন সভা। বিগত ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান কমিশন গঠনের পর দুই কমিশন সভার মধ্যে এটিই সর্বোচ্চ সময়ের ব্যবধানে ডাকা সভা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন