News71.com
 Bangladesh
 16 Oct 18, 12:12 PM
 267           
 0
 16 Oct 18, 12:12 PM

২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়

২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ওইদিন পর্যন্ত জামিনে থাকবেন তিনি। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা সোয়া তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগে আট বছর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার এ মামলার যুক্তিতর্কের সমাপ্তি ঘোষণা করে রাজধানীর নাজিমুদ্দিন সড়কের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেছেন।

২০১১ সালের আগস্টে তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ মোট চার আসামির বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। মামলার এজাহারে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বেনামা সূত্র থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট গঠন করেছেন আসামিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন