News71.com
 Bangladesh
 18 Oct 18, 07:58 AM
 180           
 0
 18 Oct 18, 07:58 AM

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু চলে গেলেন না’ফেরার দেশে ।  

জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু চলে গেলেন না’ফেরার দেশে ।   

নিউজ ডেস্কঃ জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই ইন্না ... রাজিউন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ১৬ আগস্ট ১৯৬২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা আইয়ুব বাচ্চু একাধারে গায়ক,লিডগিটারিস্ট,গীতিকার,সুরকার,প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন।

এর আগে তিনি দশ বছর সোলস ব্যান্ডের সাথে লিড গিটারিস্ট হিসেবে যুক্ত ছিলেন। সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা ভক্তদের কাছে এবি নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। মূলত রক ঘরানার কণ্ঠের অধিকারী হলেও আধুনিক গান,ক্লাসিকাল সঙ্গীত এবং লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন