News71.com
 Bangladesh
 19 Oct 18, 04:37 PM
 1095           
 0
 19 Oct 18, 04:37 PM

রাজশাহী সিটির সঙ্গে চীনের ই ইয়াং সিটির লেটার অব ইনটেন্ট স্মারক স্বাক্ষরিত ।  

রাজশাহী সিটির সঙ্গে চীনের ই ইয়াং সিটির লেটার অব ইনটেন্ট স্মারক স্বাক্ষরিত ।   

নিউজ ডেস্কঃ পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাজশাহী সিটি ও চীনের হুনান প্রদেশের ই-ইয়াং সিটির মধ্যে লেটার অব ইনটেন্ট স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁতে এ স্মারক স্বাক্ষরিত হয়। এ স্মারকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অপরপক্ষে ই ইয়াং সিটির মেয়র মি. ঝ্যাং ঝিয়েং। এ সময় উভয় মেয়র পরস্পরকে ধন্যবাদ জ্ঞাপন ও ভবিষ্যত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী চীনের হুনান প্রদেশের গর্ভনর মি. সু দাজে,রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ হুনান প্রদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় অন্যদের উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব রেজাউল করিম,প্রধান প্রকৌশলী আশরাফুল হক,নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ। উল্লেখ্য,এ স্মারক স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে উভয় সিটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। এর ফলে নানা ধরনের অভিজ্ঞতা ও জ্ঞানের আদান প্রদান ঘটবে এবং উভয়ই একে অপরের সিটি দেখার সুযোগ পাবে। পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন হয়ে মহানগরবাসী উপকৃত হবেন। হুনান প্রদেশের গর্ভনর মি. সু দাজে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে রাজশাহীতে চীন বাংলাদেশ মৈত্রী সেতুর ন্যায় ফ্লাইওভার নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন