News71.com
 Bangladesh
 20 Oct 18, 06:04 AM
 83           
 0
 20 Oct 18, 06:04 AM

মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড॥ নিহত ৬  

মিয়ানমারের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড॥ নিহত ৬   

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের একটি জনাকীর্ণ ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে । স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে,নিহতদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবরে বলা হয়,ওই রোহিঙ্গা ক্যাম্পের অবস্থা খুবই করুণ। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা,শিক্ষা,কাজের ক্ষেত্রে কোনো প্রবেশাধিকার নেই। খাবারের জন্য তাদেরকে ত্রাণ সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হয়। প্রসঙ্গত,গত বছরের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিত নিধন অভিযান শুরু করলে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এদিকে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা নিয়ে শুনানি করবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত দলের তৈরি করা প্রতিবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি করার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের নয়টি দেশ মিয়ানমারের নৃশংসতা বিষয়ে শুনানি করার অনুরোধ জানায়। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশকে দৃঢ় সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট আঁলা বেরসে। ইউরোপিয়ান ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলসে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অনুষ্ঠিত ১২তম আসেম সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সাথে এক সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। ঢাকায় প্রাপ্ত খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী রোহিঙ্গা সংকটে পূর্ণ সমর্থন দেওয়ায় সুইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন,দুদেশের মধ্যকার চমত্কার দ্বিপাক্ষিক ও বিভিন্ন ফোরামে বহুপাক্ষিক সম্পর্ক আরো জোরদারে দেশ দুটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন