News71.com
 Bangladesh
 23 Oct 18, 04:17 AM
 210           
 0
 23 Oct 18, 04:17 AM

২৮ অক্টোবর থেকে দেশজুড়ে পরিবহন শ্রমিকদের ৪৮ঘন্টার কর্মবিরতি শুরু  

২৮ অক্টোবর থেকে দেশজুড়ে পরিবহন শ্রমিকদের ৪৮ঘন্টার কর্মবিরতি শুরু   

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে দেশজুড়ে ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আজ সোমবার বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘সড়ক পরিবহন আইন -২০১৮ পাস হয়েছে। এই আইনে শ্রমিক স্বার্থ রক্ষা ও পরিপন্থী উভয় ধারা রয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে গণ্য না করে, অপরাধ হিসেবে গণ্য করে আইন পাস করা হয়েছে।

আইনে সড়ক দুর্ঘটনা মামলায় অপরাধী হয়ে ফাঁসির ঝুঁকি রয়েছে। এমনই অনিশ্চিত ও আতঙ্কগ্রস্ত হয়ে পেশায় দায়িত্ব পালন করা শ্রমিকদের পক্ষে সম্ভব হচ্ছে না। যার কারণে আন্দোলন ছাড়া বিকল্প কোনো আমাদের সামনে খোলা নেই। এরই প্রেক্ষিতে এই আইনের ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে ২৮ অক্টোবর ভোর ৬টা সারাদেশে ৪৮ ঘণ্টার কর্মবিরতির পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন