News71.com
 Bangladesh
 26 Oct 18, 05:23 AM
 1362           
 0
 26 Oct 18, 05:23 AM

আগামীকাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীকাল পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ আগামীকাল ২৭ অক্টোবর শনিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কর্মসূচি পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত স্বপ্নের ঠিকানা আবাসনের উদ্বোধনসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি আরো ১৬টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া প্রধানমন্ত্রী সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন। পরে বিকেলে বরগুনার তালতলী উপজেলায় আয়োজিত জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসকল প্রকল্পের ফলক উন্মোচন করবেন সেগুলোর মধ্যে রয়েছে, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত ১৩২ আসনবিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাস, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সামিনেশন হল, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন।

এছাড়া ,ইসহাক মডেল ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, কুয়াকাটা খানাবাদ কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, জালাল উদ্দিন কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, সুবিদখালী ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, দুমকি জনতা ডিগ্রি কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ, পায়রা সমুদ্রবন্দরের শেখ হাসিনা সড়ক, সার্ভিস জেটি, মসজিদ, পায়রা অফিসার্স গেস্ট হাউস ও স্টাফ ডরমিটরির উদ্বোধন। পটুয়াখালী সরকারি কলেজে পাঁচতলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জে কাঁঠালতলি জিসি-পটুয়াখালী বেতাগী আরএসডি (থানা ব্রিজ) সড়কের শ্রীমন্তী নদীর ওপর ৯৬ মিটার ব্রিজ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, মির্জাগঞ্জ উপজেলায় পর্যায়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও পায়ারা সমুদ্র বন্দরের ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন