News71.com
 Bangladesh
 08 Nov 18, 02:40 PM
 243           
 0
 08 Nov 18, 02:40 PM

যাত্রী পরিসেবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে গণশুনানি ১১ নভেম্বর

যাত্রী পরিসেবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে গণশুনানি ১১ নভেম্বর

নিউজ ডেস্কঃ বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নে গণশুনানি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১১ নভেম্বর (রবিবার) বেবিচকের সদর দফতরের এমটি পুলে এই গণশুনানি অনুষ্ঠিত হবে। বেবিচক সূত্রে জানা গেছে, দেশের প্রধান বিমানবন্দর শাহজালালে যাত্রী ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো লাগেজ না পাওয়া, লাগেজ হারানো, লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরি হওয়া, দেরিতে ফ্লাইট ছাড়াসহ নানা অভিযোগ জমা হচ্ছে প্রতিদিন। দেশের এই বিমানবন্দরে প্রতিদিন প্রায় ২০০ আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে। বছরে প্রায় ৫০ লাখ যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান ছাড়াও শুনানিতে যাত্রী সাধারণ, বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বেলা ১১টায় গণশুনানি শুরু হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন