News71.com
 Bangladesh
 12 Dec 18, 11:47 AM
 215           
 0
 12 Dec 18, 11:47 AM

হিলি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

হিলি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই যৌথ বৈঠকে দুই দেশের ভূমি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেট এলাকায় অনুষ্ঠিত এ বৈঠক দুপুর ১টা পর্যন্ত চলে। এসময় সীমানা চিহ্নিতকরণ, ব্যবহৃত অরক্ষিত, ভাঙ্গা ও চুরি হওয়া সীমানা পিলারগুলো পুনঃস্থাপন এবং রক্ষণাবেক্ষণের বিষয় নিয়ে কথা হয়। দুই দেশ যৌথভাবে সেগুলো নির্মাণের সিদ্ধান্ত নেয়। পরবর্তী বৈঠকে এবিষয়ে সময় নির্ধারণ করা হবে। পরে তারা কিছু সিমানা পিলার পরিদর্শন করেন। বৈঠকে বাংলাদেশি সার্ভে টিমের চার্জ অফিসার পারভেজ মিয়ার নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এবং ভারতের সার্ভে টিমের চার্জ অফিসার সুরঞ্জিত চন্দ্রের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অংশ নেন। এছাড়াও বিএসএফের পক্ষে ভারতের ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের টুআইসি প্রফুল্ল কুমার মিন্ডি, ১৯৯ বিএসএফের এসি সুরেশ কুমার, এসি আনন্দ পান্ডে ও বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এটিএম মোস্তফা, আটাপাড়া ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের, সুবেদার শফিউল্লাহসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এটিএম মোস্তফা বলেন, সীমান্ত চিহ্নিতকরণে ব্যবহৃত অরক্ষিত, ভাঙাচুড়া ও চুরি হওয়া সীমানা পিলারগুলো পুনরায় স্থাপন ও সেগুলো রক্ষণাবেক্ষণের বিষয়ে উভয় দেশের ভূমি কর্মকর্তা এবং বিজিবি ও বিএসএফকে নিয়ে যৌথ মিটিং করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন