News71.com
 Bangladesh
 01 Jan 19, 01:35 PM
 1155           
 0
 01 Jan 19, 01:35 PM

বিএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি’র সাথে মিষ্টি বিতরন॥  

বিএসএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি’র সাথে মিষ্টি বিতরন॥   

নিউজ ডেস্কঃ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর পতিরাম ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার ইদ্রিস আলী বিএসএফের চেকপোস্ট কমান্ডার বিকে হালদারের নিকট বিজিবির পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষের শুভেচ্ছা জানান। এর আগে দুপুর ২টায় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার হাবিলদার ইদ্রিস আলী জানান, ১ জানুয়ারি ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী। এজন্য বিএসএফের পক্ষ থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ আমাদের সিপি ক্যাম্পকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি। দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। বেশ কিছুদিন ধরে এই রেওয়াজ চলে আসছে। এতে করে দুবাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন