News71.com
 Bangladesh
 05 Jan 19, 02:24 PM
 150           
 0
 05 Jan 19, 02:24 PM

আগামী সপ্তাহ থেকে সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা।।

আগামী সপ্তাহ থেকে সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা।।

নিউজ ডেস্কঃ আগামী সপ্তাহ থেকে সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তরাঞ্চলে এ শৈত্যপ্রবাহের প্রকোপ বেশী হবে বলেও জানান তারা। এ পরিস্থিতিতে শিশুদের বাড়তি যত্নসহ বিশেষ নজর দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিচ্ছেন, এসময় শিশুদের কুসুম গরম পানি খেতে দেয়া ও ধুলাবালিতে খেলতে না দেয়া। এবার শীত একটু দেরিতে শুরু হলেও এর তীব্রতা বেশী। বছরের শুরুতে জানুয়ারির ২ তারিখে তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা কম থাকায় শীতের পাশাপাশি সূর্যের দেখা মেলায় শীতের অনুভূতি তেমন পাওয়া যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১০ জানুয়ারির পর আরেকটি শৈত্যপ্রবাহ আসতে পারে। তখন ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, সে কারণে সারাদেশে তীব্র শীতের অনুভূত হবে বলে জানান আবহাওয়া অধিদপ্তর। এদিকে এ শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়বে শিশুরা। সাধারণভাবে শিশু হাসপাতালে গড়ে আড়াইশ থেকে ৩শ রোগী ভর্তি হলেও এখন সেখানে প্রতিদিন সাড়ে ৫শ’র বেশী শিশু রোগী যাচ্ছে বললে জানান চিকিৎসকরা। তাই শীতে শিশুদের ব্যাপারে বাড়তি নজর দেয়ার কথা বললেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন