News71.com
 Bangladesh
 10 Jan 19, 01:36 PM
 73           
 0
 10 Jan 19, 01:36 PM

বিশ্বের সর্ববৃহৎ হাসপাতাল হবে ঢামেক॥স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  

বিশ্বের সর্ববৃহৎ হাসপাতাল হবে ঢামেক॥স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক   

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এশিয়া কিংবা ইউরোপ নয়, বিশ্বের সর্ববৃহৎ হাসপাতাল হবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ৭৬ বছরের পুরনো ভবন ভেঙে অত্যাধুনিক হাসপাতাল ও কলেজ ভবন নির্মাণকাজ অচিরেই শুরু হবে। শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে তৈরি হবে নতুন ভবন। আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা.মিলন অডিটরিয়ামে আয়োজিত এমবিবিএস প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি হয়ে গেছে। প্রকল্পটি অনুমোদনের জন্য খুব শিগগিরই মন্ত্রিসভায় উত্থাপিত হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ একটি যুগান্তকারী জয় নিয়ে ক্ষমতায় এসেছে। তৃণমূলের মানুষের দোরগোড়ায় আরও অধিকতর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সারাদেশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ সেরা। এ কলেজে দেশের সেরা ছাত্রছাত্রীরাই ভর্তি হয়েছেন। নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশের মাধ্যমে ভবিষ্যতে নিজেদের দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করার মানসিক প্রস্তুতি এখন থেকেই নিতে আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন