News71.com
 Bangladesh
 16 Feb 19, 02:26 PM
 139           
 0
 16 Feb 19, 02:26 PM

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার খবরটি সম্পুনরূপে ভুয়া॥ওবায়দুল কাদের

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার খবরটি সম্পুনরূপে ভুয়া॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দেওয়া হবে এমন সংবাদকে টোটালি ফলস বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি। এটা তারাই গুজব ছড়াচ্ছে। আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নিউজের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কি করে।


আর আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম, আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস। তিনি বলেন, আমি এ ধরণের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কি বলবো। আমি সরকার ও পার্টির ইম্পরট্যান্ট জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল কোনো কথা বলা উচিত না। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন