News71.com
 Bangladesh
 23 Feb 19, 06:06 AM
 371           
 0
 23 Feb 19, 06:06 AM

সারাদেশে চালু হবে প্রবাসী হেল্প ডেস্ক।।পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সারাদেশে চালু হবে প্রবাসী হেল্প ডেস্ক।।পররাষ্ট্রমন্ত্রী মোমেন

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একেএম আবদুল মোমেন বলেছেন, প্রবাসীদের হয়রানি বন্ধ করতে সারাদেশে প্রবাসী হেল্প ডেস্ক চালু করা হবে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনেও প্রবাসী হেল্প ডেস্ক চালু হয়েছে। পর্যায়ক্রমে প্রবাসীদের বিভিন্ন সহযোগিতায় সারাদেশে প্রবাসী হেল্প ডেস্ক করবে সরবকার। গতকাল শুক্রবার রাতে সিলেট নগরের হাউজিং এস্টেট প্রতিষ্ঠার ও হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেটবাসীর দুর্ভোগ কমাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চৌখিদেখি পর্যন্ত সড়ক চার লেন করা হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, পর্যটন এলাকা হিসেবে সিলেটে সারাদেশ থেকে পর্যটকরা আসেন। এতে নগরের গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়ক খ্যাত বিমানবন্দর রোডে প্রায়ই যানজট লেগে থাকে। যানজট নিরসনে বিমানবন্দর থেকে চৌখিদেখি পর্যন্ত সড়ক চারলেন ও বাইপাস সড়ক ছয় লেন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নগরের আম্বরখানা পয়েন্টে যানজট নিরসনে থ্রিমুখী ফ্লাইওভার নির্মাণ করা হবে। ধীরে ধীরে যানজট নিরসন করা যাবে। এজন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন