News71.com
 Bangladesh
 09 Mar 19, 05:55 AM
 1099           
 0
 09 Mar 19, 05:55 AM

খুলনার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত॥

খুলনার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত॥

নিউজ ডেস্কঃ খুলনায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছে। খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকায় পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। পুলিশের দাবি নিহত যুবক ডাকাত ও মাদক ব্যবসায়ী। গতকাল শুক্রবার বিকালে আটকের পর তাকে নিয়ে রাতে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।গতকাল রাত সাড়ে ১১টায় দিকে দৌলতপুর কৃষি কলেজ মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মিরাজের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মিরাজুল ইসলাম মিরাজ (২৭) ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।নগরীর সেনপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার বিকালে মিরাজকে আটক করা হয়েছিল।দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।তিনি জানান, বিকালে মিরাজ আটক হওয়ার পর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনের মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন