News71.com
 Bangladesh
 24 Mar 19, 01:01 PM
 951           
 0
 24 Mar 19, 01:01 PM

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি॥

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি॥

নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অন্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।চাঁদপুরের সাত উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৬ হাজার তিনশ ৩৪ জন। ভোটকেন্দ্র ছিল ছয়শত ৪৮টি।এই সাত উপজেলার অর্ধেকেরই বেশি কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই। চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কিছু ভোটার সকালে ভোট প্রয়োগ করলেও অন্যান্য উপজেলায় ভোটারদের মাঝে তেমন সাড়া নেই।চাঁদপুরের সাত উপজেলায় সর্বমোট প্রার্থী হচ্ছেন ৬২ জন। তবে মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে হাজীগঞ্জ উপজেলায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন নির্বাচিত হয়েছেন।

নির্বাচন হচ্ছে- চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, কচুয়া, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায়।হাজীগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা বিজিবি কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। এছাড়াও পুলিশ ও র্যা বের স্পেশাল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন