News71.com
 Bangladesh
 20 May 16, 01:02 AM
 408           
 0
 20 May 16, 01:02 AM

রাজধানীতে ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের মহা পরিকল্পনা ।। সংসদীয় কমিটিতে সমীক্ষার প্রস্তাব

রাজধানীতে ঘিরে বৃত্তাকার রেলপথ নির্মাণের মহা পরিকল্পনা ।। সংসদীয় কমিটিতে সমীক্ষার প্রস্তাব


নিউজ ডেস্ক : রাজধানীর চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের সমীক্ষা প্রস্তাব পাঠিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের সমীক্ষা প্রস্তাবটি পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য গত মাসে গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পথে দ্বিতল রেল চালুর সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে লিজ দেওয়া রেলওয়ের জমির ভাড়া বাবদ পাওনা ২০ কোটি টাকা আদায়ের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন গত ১৯৮৪ সালে ঢাকা সিটি করপোরেশন বঙ্গবাজারের কাছে রেলের কিছু জমি লিজ নেয়। ওই জমির ভাড়া বাবদ প্রায় ২০ কোটি টাকা পাবে রেলওয়ে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার ব্যাপারে রেলওয়ে মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়াও ভারতের রেলপথ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশে একটি স্বতন্ত্র রেলওয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশের বিষয়টিও পরীক্ষা করা হচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত ভূমিতে সিএনজি স্টেশন স্থাপনের জন্য মোট ৪১ ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৭টি সিএনজি স্টেশন বর্তমানে চালু হয়েছে, ১৮টির বরাদ্দাদেশ বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রেলমন্ত্রী মো. মুজিবুল হক, মোসলেম উদ্দীন, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এবং ইয়াসিন আলী অংশ নেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন